দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা—পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে আসামীদের বসতঘর থেকে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক করা হয়। পুলিশ সুত্র জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় চোরাচালানের বিরুদ্ধে সাড়াসী অভিযানের অংশ হিসাবে এসআই মোঃ এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪ খ্রি.) ভোর সোয়া ৪টার দিকে আটকৃত আসামিদের বসত ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের বসত ঘরে তল্লাশি করে ৩ হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এসআই মোঃ এনামুল হক মিঠু।