স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম দোয়ারাবাজারের ফেমাস ফ্রেন্ড ক্লাবে টিভি উপহার দিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা কামাল পাশা, মান্নারগাও ইউনিয়নের বিগত নির্বাচনের নৌকার প্রার্থী জনাব অসিত কুমার দাশ, সুনামগন্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, জুবায়ের আহমেদ, সামস উদ্দিন, ফ্রেন্ড ক্লাব উপদেষ্টা মিলন, ক্লাব সভাপতি এনামুল হাসান হৃদয়, সাধারণ সম্পাদক স্বাধীন, ক্লাব সদস্য মুরাদ, আলাউদ্দিন, রাজু, সুহান, সিয়াম, মারুফ, দিলেন, ডালিম সহ প্রমূখ। এ সময় এডভোকেট কানন বলেন, আমাদের সমাজে মাদক ও জুয়া যুবক-যুবতিদের রক্ষা করতে হলে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। খেলা ধুলাই পারে সামাজিক অপরাধের হাত থেকে রক্ষা করতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে প্রত্যেকটি ক্লাব সুন্দরভাবে চলতে পারবে এবং এই যুব সমাজই পারে সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে। আমি সব সময়ই যব সমাজে উৎসাহ দিয়ে আসছি এবং সব সময়ই তাদের পাশে থাকব।