ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ৩৮ ঘণ্টা পর সচল হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটা বন্ধ করে দিয়েছি। কারণ মেইনটেন্যান্স থেকে আমাদের কিছু মেসেজ এলো, কিছু থ্রেট আসতে পারে। আজ দুপুরে এনআইডি সার্ভার চালু করা হয়েছে।’
জানা যায়, সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন। সবমিলিয়ে সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, সাইবার অ্যাটাক্ট সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে সার্ভার আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন এসেসমেন্টের কাজ চলছে। এসেসমেন্ট শেষ হলে এবং কোনো সমস্যা না থাকলে ১২টার মধ্যে আশা করি আবারও চালু হবে।
সবশেষ দুপুরে এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।