পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শাহজান বখতের কন্যা ও আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদের সহধর্মীনি সামিয়া বখত।
দুপুরে শহরের আরপিন নগর এলাকার ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় প্রত্যেক পরিবারে ঈদের দিনের চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তোলে দেয়াহয়।
আরপিন নগরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও, ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি আরপিন নগরের নিম্ন আয়ের পরিবারগুলো।
সামিয়া বখত বলেন দরিদ্র মানুষের দুর্দিনে আমরা আগেও পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, ঈদ সকলের জন্য, ধনী গরিব কোন ভেদাভেদ নেই, আপনাদের যে কোন সমস্যায় আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।”