1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সরকারি খাস বিল ও ডোবা নগদ টাকায় বিক্রির অভিযোগ শিক্ষক আমির আলীর বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশু নিহত শাল্লা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন : সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক মুন্না ১৭ বছর পর কারামুক্ত বাবর বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নে জনসচেতনতামুলক গণনাটক প্রদর্শনী রণজিৎ সরকার ও ড. সাদিকসহ সাবেক ৩১ এমপির গাড়ি নিলামে সিলেট সীমান্তজুড়ে চোরাচালাণের স্বর্গরাজ্য ধরা ছোঁয়ার বাইরে মুল হোতারা শিক্ষায় বিশেষ অবদানে গুণিজন সম্মাননা পেলেন সিলেটের সন্তান শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী সুনামগঞ্জে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে পুলিশের অভিযান

দফায় দাফায় সংঘর্ষে সুনামগঞ্জ রণক্ষেত্র,আহত ৩০

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ  চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ। সংঘর্ষের সময় পুরাতন বাসস্টেশনে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের চেষ্টা চালায় আওয়ামীলীগের নেতাকমীর্রা। তবে আওয়ামী লীগেরই কিছু নেতা কর্মীর হস্তক্ষেপে বিএনপি অফিস রক্ষা পায়।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে আন্দোলনকারীরা জড়ো হতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে  তাদের বিতাড়িত করে দেয়। পরে শহরের পুরাতন বাস—স্টেশন এলাকায় আন্দোলনকারীরা পুলিশকে ফুল দিতে যায়।  ফুল দিয়ে বরণ করার পর ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।  এ সময় সময় ছাত্রলীগও পাল্টা মিছিল করতে করতে এগিয়ে যেতে থাকে পুরাতন বাস ষ্টেশন এলাকার দিকে। আন্দোলনকারীরা এ সময় অবস্থান নেয় আরপিননগর ও তেঘরিয়া গলির মুখে। সেখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।  সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে। পুরাতন বাসস্টেশন এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়ে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। উল্টোদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা।

এ সময়  সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকমীর্ আহত হন। আহত আন্দোলনকারীদের কয়েকজনকে হাজীপাড়া হয়ে হাসপাতালে নিতে দেখা গেছে। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের শিবলু আহমদ ও যুবলীগের রঞ্জিত চৌধুরী রাজনসহ কয়েকজনকে পুরাতন বাসস্টেশন দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। দুপুর ১টার দিকে আওয়ামী লীগের কয়েকজন পুরাতন বাসস্টেশনে বিএনপি’র অফিসের দরজা ভেঙে আগুন দেয়ার চেষ্টা করে। পরে যুবলীগের ইস্পাহানিসহ কয়েকজন নেতা উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করে। সংঘর্ষের কারণে শহরে আতংক ছড়িয়ে পড়েছে।  ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দিয়েছেন। জনসমাগম ও যানচলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে বিশ্বম্ভরপুরেও আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে।

কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে শান্তি পূর্ণভাবে আন্দোলন চলে আসছিল। এই প্রথমবার রোববার সংঘর্ষে বেঁধেছে দু’পক্ষের মধ্যে। সারা দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও সুনামগঞ্জে কখনও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী জানান জানান, আন্দোলনকারীদের সাথে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীর্দের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে অন্তত উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রানান্ত চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন