নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
মৃত্যুর বিষয়টি কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন।
তিনি জানান- বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা আছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।