1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন বিএনপি ক্ষমতায় এলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে: ইমদাদ চৗধুরী সুনামগঞ্জে নৌ-পথে শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন আল—হামরা শপিং সিটি থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির মধ্যে আংশিক স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩ এসিল্যান্ডকে চাঁদা না দেওয়ায় চালককে আটকের অভিযোগ জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ সিলেট রেঞ্জ ব্যাডমিন্টন টুনামেন্ট—২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন সিলেট সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০ পিছ ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেফতার

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমা উপজেলায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি ডায়লগে বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল।

সভাপতির বক্তব্যে উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজের সন্তানদেরকে বখাটেদের হাত থেকে রক্ষা করার কৌশল বলে দিন এবং তাকে সাহস যোগান উল্লেখ করে তিনি আরো বলেন, তবেই আপনার সন্তানক এধরনের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে নিজেকে রক্ষা করে সামনে এগিয়ে যাবে। এছাড়া বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা রোধের লক্ষ্য আয়োজিত কমিউনিটি ডায়লগে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ এবিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ৷

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় এ আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন