হাওরাঞ্চলের কথা :: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি অবৈধ দোকান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। যার ফলে ঐ এলাকায় সবসময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) উচ্ছেদ অভিযান শুরু করে।