স্টাফ রিপোর্টার:
তাহিরপুর বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল পূর্বক পূণ: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্র জানায়, আগামী ২৩ ফেব্রুয়ারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীমা খাতুনকে মনোনিত করতে আরও ৪জন ডামি প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রকৃত পক্ষে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে চাকুরী না করে শাহীমা খাতুনকে মনোনিত করতে কোরাম পূর্ণ করতে আবেদন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি আমলে নিয়ে পাতানো নিয়োগ প্রক্রিয়া বাতিল করত: বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষ, অভিজ্ঞ ও নীতিবান প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার দাবী জানানো হয়েছে। অভিযোগকারীদের মধ্যে বাবুল মিয়া, কামরুল,নিজাম, ফজল মিয়া, আব্দুল কাদির, রেজাউল ও হাফিজ উদ্দিন প্রমুখ। অভিযোগকারী রেজাউল করিম জানান, আগামী শুক্রবার আমাদের উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে লোক নিয়োগ করা হইবে এবং উক্ত নিয়োগে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীমা খাতুনকে প্রধান শিক্ষক হিসেবে মনোনিত করতে আরও ৪জন ডামী প্রার্থীকে আবেদন করানো হয়েছে। তারা কখনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে চাকুরী করবে না কিংবা তাদের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতাও নাই। শুধু শাহীমা খাতুনকে নিয়োগের কোরাম পূর্ণ করতেই আবেদন করানো হয়েছে। আমরা চাই এ নিয়োগ প্রক্রিয়া বাতিল পূর্বক পূনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ করা হউক। আবেদনকারীদের মধ্যে শাহীমা খাতুন, কামরুজ্জামান, মিছবাহুল আলম,লিটন ও রফিকুল ইসলাম।
এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহাবুর রহমান জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল পুর্বক নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে নিয়োগ কমিটির সাথে আলোচনা পুর্বক স্বচ্ছ নিযোগের ব্যবস্থা করা হবে। ———————————