নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করেন করেন ইউএনও সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নুরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসুফ আলী,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আলম জিলানী সোহেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ্র, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।