সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক নামে পরিচিত) পানিতে সাঁতার কাটতে নেমে লেকের পানিতে ডুবে পর্যটক নিহত।
নিহত পর্যটকের নাম রাকিব হাসান পিতা ফরহাদ আহমদ (২১)। সে ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী চিকিৎসা কর্মকর্তা ডা: ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নাম মোহিদ নিহত পর্যটকের এক বন্ধু জানান, গতকাল বুধবার ঢাকা থেকে তারা ৮/১০ জন বন্ধু তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেক ভ্রমণে আসেন। বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সবার সাথে রাকিব সাঁতার কাটতে পানিতে নামে। এ সময় লেকের পানিতে রাকিব তলিয়ে যাওয়ায় আমরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার বলেন, পানিতে ডুবে এক পর্যটক তলিয়ে গিয়েছিল। বর্তমানে সে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।