তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি পর্যায়ের ৮ শত ৫০ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা,তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার, উপজেলা আওয়ামিলীগ এর, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, প্রেসক্লাব সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ,যুবলীগ নেতা আবুল কাসেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা জানান, ২০২৩-২০২২৪ অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে ৮ শত ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হবে। এই অর্থ বছরে প্রতি একজন কৃষক ৫ কেজি বীজ, ও ১০কেজি করে সার পাবে।