তাহিরপুর প্রতিনিধি: সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার( ১৫ই আগস্ট )সকাল থেকে তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের খণ্ড খণ্ড মিছির নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে তাহিরপুর উপজেলার বিভিন্ন চত্বর।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,সুনামগঞ্জ জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়,সুনামগঞ্জ জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক-রাখাব উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ,তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক মোঃএনামুল হক এনাম,যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম শাহ,বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হাসান,তাহিরপুর উপজেলা কৃষক দলের আহাব্বায়ক লুৎফর রহমান,সাধারণত সম্পাদক আলামিন গণি,যুগ্ম সাধারণ সম্পাদক তানিম আহমেদ লিংকন,যুবলদলনেতা আলামিন,
উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল, যুগ্ম আহাব্বায়ক আবির হাসান সোহেল,রাহাত হাসান রাব্বি, রুবেল মিয়া,সদস্য সাইদুর রহমান অপু,ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল, রানা তালুকদার প্রমুখ।
কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।