স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় বাংলাদেশ টুরিজম বোর্ডের উদ্যোগে টুরিজমের নির্ধারিত স্থানে দ্রুত দৃষ্টিনন্দন রিসোর্ট নির্মান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
শুক্রবার (২০ আগষ্ট) দুপুরে পর্যটন স্পট ট্যাকেরঘাটের রিসোর্টের নির্ধারিত জায়গা পরিদর্শনে শেষে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন, বাংলাদেশ টুরিজম বোর্ডের সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আলা উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির প্রমুখ।