সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে “দৈনিক কালবেলা পত্রিকার” সাফল্যের ২য় বছর উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।
দৈবিক কালবেলা প্রতিনিধি শওকত হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক অমর চন্দ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি n রমেন্দ্র নারায়ণ বৈশাখ, এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার মহসিন খান, লজিক প্রকল্পের উপজেলা সমন্নয়ক মুজাম্মিল হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাহাঙ্গীর আলাম ভূঁইয়া, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মনিরাজ শাহ, তুহিন তালুকদার, সাজিবুল ইসলাম শিবলু প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, মাত্র দুই বছরে “দৈনিক কালবেলা” পত্রিকা ও মাল্টিমিডিয়ায় উভয় দিক দিয়েই শীর্ষস্থান দখল করেছে। বিশেষ করে পত্রিকাটির মাল্টিমিডিয়া অনেক টেলিভিশনের থেকেও ভালো করছে। কর্তৃপক্ষের বলিষ্ঠ ভূমিকা ও সারাদেশের সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই স্থানে পৌঁছেছে পত্রিকাটি। সময়ের সাথে তাল মিলিয়ে কালবেলার এই সুনাম যেন সব সময় ধরে রাখতে পারে এই প্রত্যাশা কামনা করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করেন।