স্টাফ রিপোর্টার:
টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) সকালে মহানগর পুলিশের অস্থায়ী সদর দপ্তরে তাকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম। অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী সুনামগঞ্জ জেলায় কর্মরত থাকা অবস্থায় বহুবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
শাহপরাণ (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান থানায় সকল পুলিশ সদস্যদের নিয়ে টিম ওয়ার্ক করে কাজ করে যাচ্ছি। আমার এই অর্জনের দাবিদার থানার সকল অফিসার ও ফোর্সরা। সকলের সহযোগিতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই।