স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামী-স্ত্রী খুনের প্রধান হোতা চাচাত ভাই রাসেল মিয়াসহ দুই আসামীকে নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন রাসেল মিয়া, গোপল ওরফে গোপি। মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকপুরস্থ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুনীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সুত্র জানায়, গত ৯ মে ২০২১ইং রাতে জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ঝনর মিয়ার পুত্র রাসেল মিয়ার সাথে একই গ্রামের তাহের আলীর পুত্র আলমগীর হোসেনের বৈদ্যুতিক খুটি বসানো নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে রাসেল ও তারসহযোগিরা দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলমগীর (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম(৩০) কে হত্যা করে। ঘটনার পর থেকে আসামীরা পালিয়ে থাকাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী রাসেল ও তার সহযোগি গোপি ওরফে গোপালসহ দুইজনকে নারায়ানগঞ্জ জেলা এলাকা থেকে ১৪ জুন রাতে সুনামগঞ্জ র্যাবের সদস্যরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার সিঞ্চন আহমেদ নিশ্চিত করে জানান, জামালগঞ্জের আলীপুর গ্রামে স্বামী-স্ত্রী জোরাখুনের মামলার প্রধান আসামী রাসেল ও অন্য আসামী গোপালকে সোমবার রাতে নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদের জামালগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।