স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর থানার সীমান্ত এলাকা দিয়ে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়েও শেষ রক্ষা হয়নি চোরাকারবারী শামীম(২২) । গত বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বস্তা চিনিসহ চোরাকারবারীকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়, বুধবার ভোরে ভারতের মেঘলায় থেকে চোরাই পথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুকের নির্দেশে ৫০ বস্তা ভারতীয় চিনি ও চিনি পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ শামীম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শামীম জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের হোসন মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫—ডি ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০২, তারিখ: ০২/০৮/২৩ইং। এ দিকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১। মো: মঈন উদ্দিন, পিতা—বাচ্চু মিয়া, সাং—আসামপাড়া, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট। ২। পারভেজ মিয়া, পিতা—ওমর আলী, সাং—আগফৌদ, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট। ৩। মো: সুমন, পিতা—ফখরুল ইসলাম, থানা—জৈন্তাপুর।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, গত দুই দিনে ৫০ বস্তা চিনিসহ এক চোরাকারবারীকে আটক এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।