স্টাফ রিপোর্টার:
জৈন্তাপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে গেল দুদিনে ভারতীয় মাদক,চিনি ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক এর সার্বিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং—১০/০৮/২০২৩ইং তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় জসিম জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউ/পির অন্তর্গত চাঙ্গিল ব্রীজের পূর্ব পারে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন অফিসের বারান্দায় মো: আলী হোসেন (৩০), পিতা—মৃত মো: হারুন মিয়া, মাতা—মোছা: আছিয়া বেগম, সাং—কদমখাল, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট এর দখল হইতে ১৬ (ষোল) বোতল ঊষপড়ফুষ নেশা জাতীয় সিরাপ সহ তাহাকে আটক করেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া তাহাকে আদালতে প্রেরন করা হইয়াছে। এ দিকে অপর অভিযানে এসআই (নিঃ) নিখিল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউ/পির অন্তর্গত সারীঘাট ব্রীজের উত্তরপাড় সিলেট তামাবিল হাইওয়ে রোডে ১০/০৮/২৩ ইং তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকায় চেকপোস্ট বসাইয়া ধৃত আসামী রুবেল আহমদ (৩০), পিতা—আব্দুস সাত্তার, সাং—ডুপি থানা—জৈন্তাপুর, জেলা—সিলেটকে একটি ট্রাক গাড়িসহ গাড়িতে থাকা ৩৭ বস্তা ভারতীয় চিনি সহ আটক করেন। এ দিকে শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন— মাসুক আহমদ প্রকাশ ঘুমটুলা, পিতা—মাহমুদ আলী মাখই, সাং—হেমু দত্তপাড়া, কবির মিয়া, পিতা—আব্দুল মালেক, সাং—ডৌডিক, নঈম উল্লাহ, পিতা—সৈয়দ আলী, সাং—হাউদপাড়া, নুর বেগম, স্বামী—সিরাজ মিয়া, সাং—পাটনিপাড়া, সিরাজ মিয়া, পিতা—আবুল মুনিম, সাং—পাটনিপাড়া, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং জৈন্তাপুর থানা এলাকায় কোনভাবে চোরাই পন্য প্রবেশ করতে পারবে না।