নিউজ ডেস্কঃ প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন” জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপলি শাখা গঠনকল্পে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধায় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি রুবেল আহমেদ।
সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সে অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জয়নাল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ সভাপতি রফিকুল ইসলাম সজিব, কোষাধক্ষ্য জাকির হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপন, সহ সমাজসেবা সম্পাদক লায়েছ খান, সাংস্কৃতিক সম্পাদক আফজাল আহমেদ রায়হান, প্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুহেল আহমেদ, সদস্য আমির, লিটন, সাইফ আহমেদ জামিল, মিলন আহমেদ, জিলাল আহমেদ সহ আরো অনেকেই।
নেতৃবৃন্দরা প্রবাসীদের প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়া এই সংগঠনের ভূয়সি প্রশংসা করেন। এ সময় তারা এই সংগঠনকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও জালালাবাদ বাসীদের একই ছায়াতলে নিয়ে আসতে এবং সকলের দৌরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত সকল নেতৃবৃন্দদের সর্বসম্মতি ক্রমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ নাপলি ইতালি কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রাণ কৃষ্ণ বণিক, সহ সভাপতি বাহার উদ্দিন, মোঃ শাহাদাত, কাদির আলী, মো. বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মিলু মিয়া, কফিল উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম লিটন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কাইয়ুম আহমেদ, ক্রীড়া সম্পাদক এম ডি আজাদ আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক আসরাফুল ইসলাম, আইন ও ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সমাজ সেবা সম্পাদক ইমরান হোসেন দিপু, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জহির আহমেদ,সম্মানিত ১নং সদস্য জুনেদ আহমদ হিমেল, সদস্য জুনেদ হাসান, আখমল, জামাল আহমেদ, আব্দুস সামাদ রুনু, আনোয়ার হোসেন এর নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জয়নাল আহমেদ।
শেষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির পক্ষ থেকে নেতৃবৃন্দদের শুভকামনা জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।