হাওরাঞ্চলের কথা :: জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সাথে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। ৭ মার্চ উদযাপন উপলক্ষে কোম্পানীর গ্যাস ভবন চত্বরে সারাদিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। এছাড়া সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় কোম্পানীর মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, কর্মকর্তাগণ, জালালবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি