গোয়াইনঘাট সংবাদদাতা :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা মুলক আলোচনা ও চিত্রকলার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি সামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক ও পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, এসময় আরোও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিক সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি রিয়াজুর ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামসুল আলম বলেন ৭ তে মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু জীবন আদর্শ সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও জীবনআদর্শ বুকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। পড়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।