গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক ও নিত্য প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি সামসুল আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য লুৎফুর রহমান আলম, শিক্ষা অনুরাগী আব্দুল মালিক, গভর্ণিং বডির সদস্য অভিভাবক শাহানারা আক্তার, মোঃ ফখরুল ইসলাম, সামসুল হক, হোসেন আহমদ রুহেল, আব্দুল আজিজ, সহকারী অধ্যক্ষ বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মোছাঃ মরিয়ম আক্তার, মোঃ রফিকুল ইসলাম রফিক, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুজ্জামান মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য রফিক সরকার, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, নাজমুল হোসাইন নাজিম, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম খোক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মেহেদী হাসান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম সিদ্দিকী দিপু প্রমুখ। এসময় গভর্ণিং বডির সভাপতি সামসুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা করবে। খেলাধুলা স্বাস্থ্যই সুখের মূল চাবিকাঠি। তাই লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলায় তোমাদের পারদর্শী হতে হবে।