গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে
উপজেলার পশ্চিম লাখেরপাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা মুহুর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়ি । এতে দু’টি বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রানা আহমেদ জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুলসহ এলাকার জন প্রতিনিধিরা।