স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এর সহযোগিতায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়। ২৬ জুন বুধবার দুপুরে পৌরসভায় ও বিভিন্ন ইউনিয়ন গুচ্ছ গ্রাম সহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দীন ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ ও গৌরারং ইউনিয়নের মেম্বার আব্দুর সোবহান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী ও মহিলা আওয়ামীলীগের কর্মী জুবিলী আক্তার ও সমাজ কর্মী মাহবুব চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।।
এসময় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা কমিটি’র সভাপতি এম এ ওয়াদুদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য হলো মানুষের সেবা করা। এ সরকার সবসময় জনগণের পাশে থাকে। তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে বন্যা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা অনেক বেশি সহায়তা পাচ্ছেন। তিনি আরও বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও জেলা প্রশাসকে’র সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে চাউল সুন্দরভাবে বিতরণ করেছি। চাউল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।