সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ সুমন মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
থানা সূত্র জানান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এর দিক—নির্দেশনায় থানার এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়বা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে ৪ নভেম্বর সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।