জগন্নাথপুর প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দমূখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ জুলাই রবিবার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথবাড়িতে শ্রীশ্রী জগন্নাথ বিগ্রহ ও শ্রীশ্রী বাসুদেব বিগ্রহ নিয়ে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল থেকে জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউর আখড়া থেকে একটি রথ শ্রীশ্রী বাসুদেব মন্দিরে যায়।
সেখান থেকে দুটি রথ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সনাতন ধর্মাবলম্বীরা একে একে দুটি রথ নিয়ে সাত টান দেন।
জানা যায় রথযাত্রা উপলক্ষে রথবাড়িতে মেলা বসে এবং জগন্নাথ জিউর আখড়ায় মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানা ওসি তদন্ত শুশংকর পাল, আশীষ দে, মুকুল ভট্টাচার্য, কাউন্সিলর কৃষ্ণ চন্দ, নিবারন গোপ, পজেশ গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক অমিত দেব, কমিউনিটি নেতা বিভাস দে, দ্বিপক কুমার দে, প্রদীপ দে সহ আরো অনেক।