সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেইসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে।
স্থানীয় একাধিক সূত্র জানান, ফেইসবুক পোস্ট নিয়ে গত ১১ নভেম্বর সোমবার বাগময়না তাজপুর গ্রামের সুজাত মিয়া ও আবদুলকাছ এর লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোন হতাহতের আগেই স্থানীয় শালিসি ব্যক্তিরা উভয়কে সরিয়ে দিলে আর সংঘর্ষ হয়নি। এরই জের ধরে ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আবারো দুই পক্ষের লোকজন রণসাজে সজ্জিত হয়ে মাইকিং করে সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকা্ রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সুজাত মিয়া (৭০) সুলফির আঘাতে মৃত্যুবরণ করেন। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডা.সৃজনা সরকার তমা তার মৃত্যু নিশ্চিত করেন।
সংঘর্ষে আহতরা হলেন, জাবেদ আলী, রেকুল মিয়া, সুনু মিয়া, মহিম মিয়া, সেজুল মিয়া, লিটন মিয়া, হেলাল মিয়া, আবদুল মোমিন, কাজল মিয়া, মারুফ মিয়া, জয়নাল আবেদীন, জুনেদ আলী, হোসেন মিয়া ও সেকুল মিয়া। এর মধ্যে ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি নিস্পত্তি হওয়ার পরও কথা কাটাকাটি নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। #