বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রী-সন্তান নিহত হয়েছেন। অন্যদিকে বজ্রপাতের কবলে পড়ে শাল্লা উপজেলার পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে ঝড়ের কবলে গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ হোসেন (৪০), তার স্ত্রী মাহিমা আক্তার (৩৫) ও তাদের সন্তান মৌসুমি বেগম (৪) মারা যান। নিহতরা হলেন-হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) ও তার চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানিয়েছেন, ওই পরিবার নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন।
জগন্নাথপুর থানার ওসি শশাঙ্ক পাল কালবৈশাখী ঝড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) নামের পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সূত্রে জানায়, নিহত মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে গেলে সকাল ৮টায় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মুকুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়। নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন (৭) আহত হওয়ায় তাদেরকে দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।