নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তিনি সারাদিন জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।
তিনি নলুয়ার হাওরের ১ থেকে ৮ নং প্রকল্পের কাজ ঘুরে দেখেন। এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে নির্দেশনা দেন।
এছাড়াও তিনি জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা কার্যালয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, ভূমি কার্যালয় পরিদর্শন করেন।