ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতা আমিরুল মোমিন রেজা’র গোবিন্দগঞ্জ সৈয়দেরগাও ইউনিয়নের বড় সৈদেরগাও গ্রামের বাড়ীতে পুলিশি তল্লাশির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে তল্লাশির ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজা’র বৃদ্ধ বাবা আব্দুর রউফ ।
স্থানীয় সুত্র জানায়, ছাতক উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল মোমিন রেজা’ দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও পুলিশ বিভিন্ন রাজনৈতিক ইস্যু ধরে তার গ্রামের বাড়ীতে পুলিশি তল্লাশির অভিযোগ করা হয়েছে। বর্তমান দেশে রাজনৈতিক আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে থানা থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকালে এসআই শফিক আহমদের নেতৃত্বে কয়েকজন পুলিশ রেজা’র বাড়ীতে তল্লাশির নামে বৃদ্ধ পিতা—মাতাকে জিজ্ঞাসাবাদ করে এবং দ্রুততম সময়ের মধ্যে রেজা’কে দেশে ফিরিয়ে আনা না হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামুলক মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরন করার হুমকি দেয়া হয়। এ সময় রেজা’র পিতা পুলিশকে জানায়, আমার ছেলে তার জীবনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপরও কেন তাকে খোজা হচ্ছে? বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে এসআই শফিক আহমদ জানান, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি আছে এবং দেশে নাশকতা সৃষ্টির জন্য অর্থ যোগানের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে আনা ও রাষ্ট্রবিরোধী কাজে অর্থ যোগানের নিবৃত্ত করার লক্ষ্যে পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে তার বাড়ীঘর ভাংচুর কিংবা হামলার অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে ছাতক থানার ওসি জানান, কাহারো বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকলে অবশ্যই তাকে খোজে বেড় করে আদালতে সোর্পদ করা পুলিশের দায়িত্ব। তাই তাকে খোজা হচ্ছে।