স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতক উপজেলার বিএনপি’র সাবেক সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী একেএম তারেকের বাসায় পুলিশি তল্লাশি ও হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২৪ জুলাই বুধবার দিবাগত রাত অনুমান ১১ঘটিকায় উপজেলার গোবিন্দগঞ্জ—সৈয়দেরগাও ইউনিয়নের ধারণ সৈয়দেরগাও গ্রামের তারেকের বাড়ীতে। স্থানীয় সুত্র জানায়, চলমান কোটা আন্দোলনে সাধারন ছাত্র—ছাত্রীদের আন্দোলনের মুখে সরকার বিরোধী দলের নেতাকমীর্দের নানানভাবে হয়রানী করে আসছে। তারই জের ধরে গতকাল বুধবার রাত ১১ঘটিকার সময় বিএনপি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী একেএম তারেকের বসতবাড়ীতে তল্লাশির নামে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বিএনপি নেতা তারেকে বৃদ্ধ পিতা—মাতা ভয়ে আতংকিত হয়ে পড়ে। এ সময় থানার এসআই কামাল হোসেন ও এএসআই সোলেমান মিয়ার নেতৃত্বে তারেকের বৃদ্ধ মাতা ও পিতাকে হুমকি দিয়ে বলে যে, তোমাদের ছেলে তারেকে দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের হাতে সোর্পদ করতে হবে নতুবা আপনাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী একেএম তারেকে বৃদ্ধ পিতা ইকবাল আজম। এ ছাড়াও তারেকে চাচা আশ্রব আলী জানান যে, ইতিপূর্বেও পুলিশ আমাদের বাড়ীতে তল্লাশির নামে হামলা ও ভাংচুর করেছে।
এ ব্যাপারে ছাতক থানার ওসি’ যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তারেকের বাড়ীতে তল্লাশি ও হুমকির বিষয়ে অস্বীকার করে জানান, এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই। তবে সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকা জামায়াত—বিএনপি’র নেতাকমীর্দের বিষয়ে খোজঁ খবর নেয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত আছে।