ডেস্ক নিউজ :: ছাতকে মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আইনাকান্দি গ্রামের মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণ নিয়ে গ্রামের আশিকুল ইসলাম ও হারুন অর রশিদ পক্ষ দ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ফয়জুর রহমান, সৈয়দুর রহমান, আব্দুল হাকিম, মাছিম খাঁ, লিলু মিয়াসহ ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা দায়ের করেনি বলে তিনি জানিয়েছেন।