ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে চাচাত ভাইয়ের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মোস্তফা আনোয়ার এনাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত যুবকের নাম মোস্তফা আনোয়ার এনাম(৪০)। সে ছাতক পৌর শহরের নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র। সুত্র জানায়, গত ১৩ মে বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহুর্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা ও নিহতের চাচাত ভাই দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের লোকজন এনামের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঐ দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আশংখাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। লকডাউনের কারণে ঢাকায় নেয়ার সুযোগ না পেয়ে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা গ্রহন করেন। দীর্ঘ ৬ দিন চিকিৎসা করে তার অবস্থার উন্নতি না হওয়ায় আবারও গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহত এনামের ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ৯জনকে আসামী করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারকৃত মুল আসামী দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগম পালিয়ে গেলেও মৃত নুর মিয়ার পুত্র রকিব ও কবির মিয়অকে গ্রেফতার করে পুলিশ।
ছাতক থানার ওসি মো: নাজিম উদ্দিন জানান, মোস্তফা আনোয়ার এনাম খুনের ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। এজহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। ##