1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. stvsunamgonj@gmail.com : Admin. :
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু কবি আবদুন নূর’র ২য় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন আন্তর্জাতিক সেবা দিতে ডুবাইতেও যাত্রা করলো এস. আল-মদিনা এয়ার ইন্টারন্যাশনাল সিলেটের কিন ব্রিজের পাশে আরেকটি সেতু নির্মাণ করা হবে-সিলেটে পররাষ্ট্র মন্ত্রী আইডিইবি সিলেট জেলা শাখার কমিটি গঠন মসরুর সভাপতি, রফিক সাধারণ সম্পাদক হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির ৮ম বর্ষপূর্তি ও সংবর্ধনা সিলেট গোলাপগঞ্জে ছাত্রলীগের সিভি সংগ্রহ, উচ্ছসিত নেতাকর্মীরা সিলেট কুমারগাঁও-বিমানবন্দর সড়কে ফোর লেন কাজের উদ্বোধন করলেন-পররাষ্ট্রমন্ত্রী আজ বিটিবিতে গান গাইবেন সংগীত শিল্পী আফতাব জুড়ীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

ছাতকে চাচাত ভাইয়ের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী এনাম মারা গেছে, আটক ২

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে

 

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে চাচাত ভাইয়ের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মোস্তফা আনোয়ার এনাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত যুবকের নাম মোস্তফা আনোয়ার এনাম(৪০)। সে ছাতক পৌর শহরের নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র। সুত্র জানায়, গত ১৩ মে বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহুর্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা ও নিহতের চাচাত ভাই দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের লোকজন এনামের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঐ দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আশংখাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। লকডাউনের কারণে ঢাকায় নেয়ার সুযোগ না পেয়ে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা গ্রহন করেন। দীর্ঘ ৬ দিন চিকিৎসা করে তার অবস্থার উন্নতি না হওয়ায় আবারও গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহত এনামের ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ৯জনকে আসামী করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারকৃত মুল আসামী দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগম পালিয়ে গেলেও মৃত নুর মিয়ার পুত্র রকিব ও কবির মিয়অকে গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার ওসি মো: নাজিম উদ্দিন জানান, মোস্তফা আনোয়ার এনাম খুনের ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। এজহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। ##

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন