নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তার উপজেলার কাছিশাইল গ্রামের মৃত আঃ গণীর পুত্র আবু ছায়েদ (২৯), পৌরসভার বাল্লা ক্রসরোড এলাকার মোঃ ছমদ মিয়ার পুত্র মোঃ শিপন মিয়া (২৮),ইকরতলী গ্রামের তাজুল মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২), শ্রীরামপুর গ্রামের মোঃ রুমন আলীর পুত্র মোঃ সুজন মিয়া(৩০), কালামন্ডল গ্রামের মোঃ আঃ কাদিরের পুত্র মোঃ মোঃ আঃ মালেক রাব্বী(৩২)।
তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, শনিবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। জিআর সাজাপ্রাপ্ত আসামিসহ জিআর, সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পাঁচ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।