গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন—শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গত বুধবার রাত পৌনে বারটার সময় গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দিরগাও ইউনিয়নের অন্তর্গত সালুটিকর বাজারস্থ মেসার্স সালুটিকর ফিলিং স্টেশন এর পূর্ব পার্শ্বে খালি জায়গা অভিযান চালিয়ে একজন আসামী মোঃ আলফু মিয়া (৩৮), পিতা—মৃত ফুল মিয়া, সাং—ফুকরা দৌলতপুর, থানা—বানিয়াচং, জেলা—হবিগঞ্জ, বর্তমান ঠিকানা: সাং—দাফনা টিলা, (নাছির মিয়ার ভাড়াটিয়া), থানা—এয়ারপোর্ট, জেলা—এসএমপি সিলেট এর হেফাজতে থাকা ১টি ট্রাকসহ ১৪০ (একশত চল্লিশ) বস্তা ভারতীয় চিনি এবং অপর ১টি ট্রাকে ০৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামীর নিজ হেফাজতে নেয়া হয়। ভারতীয় চিনির বাজার মূল্য ৯,২৯,৫০০/—(নয় লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত) টাকা। পরবর্তীতে ধৃত আসামী মোঃ আলফু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং—১৯, তারিখ— ২০/০৬/২০২৪ইং ধারা— ১৯৭৪ সালের ২৫(ই)(১)ন বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার ও এসআই মো: আজিজুর রহমান।