1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ধর্মপাশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্মপাশা সুনামগঞ্জের ধোপাজান বালি মহাল বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছে হাজারো শ্রমিক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শনে আব্দুর রাজ্জাক জগন্নাথপুরে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সিলেটের বালাগঞ্জের চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত সিলেটে পিপি পদে এটিএম ফয়েজের নিয়োগ বাতিল করে এডভোকেট আশিককে নিয়োগ দিয়েছে আইনমন্ত্রনালয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন অফিস সহকারী হুসনা নারীর ক্ষমতায়নে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির জামালগঞ্জে বিএনপির কর্মী সভায় ”জয় বাংলা জয় বঙ্গ বন্ধু ” স্লোগান বহিষ্কৃত নেতার অংশ গ্রহণ পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা কর্তৃক ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে বালু—পাথর, নৌকা সহ মেশিন জব্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু, পাথর,নৌকা ও মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৩/এমপি হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বল্লারঘাট, জাফলং চা বাগান নদীর পাড়, জাফলং ব্রীজ এবং ২ কিলোমিটার অভ্যন্তরে ছৈলখাল এলাকায় বিজিবির আহবানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে টাস্কফোর্স যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়াইনঘাট সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, পিবিজিএমসহ বিজিবি টহলদল ও গোয়াইনঘাট থানার এস আই মোঃ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

টাস্কফোর্স অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭০০ টি কাঠের নৌকা, ৯,৬৬,০০০ ঘনফুট বালু, ১০০০০ ঘনফুট পাথর এবং ০২ টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করাসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত নৌকা, পাথর, বালু এবং পাথর ভাঙ্গা মেশিন উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ইসি এরিয়াভুক্ত এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন করায় টাস্কফোর্সের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে বালু, পাথর, নৌকা ও মেশিন জব্দ করা হয়েছে। আগামীতেও এইরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন