নিউজ ডেস্কঃগোয়াইনঘাটে ১০টি চোরাই গরু উদ্ধার। গোয়াইনঘাটে চোরাই পথে নিয়ে আসা ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রুস্তুমপুর ইউনিয়নের অন্তর্গত লামাহাদারপাড় লালটিকির পাড় নামক স্থান থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারাবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল।