গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুরের ঢালারপাড় নামক গ্রামের একটি বাড়ির উঠান থেকে ৬টি গাঁজার গাছসহ এক গাঁজাচাষীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্র জানাযায় , গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর ঢালারপাড় গ্রামের মিজানুর রহমান (৫০) এর বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় মিজানুর রহমানের বাড়ির উঠানে লাগানো ৬টি গাঁজাগাছ জব্দ করা হয়। এবং গাজা চাষের সাথে জড়িত থাকায় মিজানুর রহমানকে আটক করে পুলিশের অভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার এসআই আক্তার হোসেন, এএসআই এনামুল হক সহ পুলিশের কয়েক জন সদস্য। জানাযায় আটককৃত গাঁজাচাষী মিজানুর রহমান একজন পেশাদার গাজা ব্যাবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, আটককৃত গাঁজাচাষীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের’র প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামীকে জেল হাজতে আদালতে প্রেরণ করা হবে।