হাওরাঞ্চলের কথা :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের ভোট গ্রহন আগামী ১৬ মার্চ রোজ বৃহস্পতিবার ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে খাদিমনগর ইউনিয়নের ১৩টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা। এ সময় সহকারী পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকার স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন। ১৬ মার্চের নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল ভোট কেন্দ্রে পুলিশের বিভিন্ন টিম কাজ করবে। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা গতকাল সোমবার দুপুর থেকে এয়ারপোর্ট থানা এলাকার সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজ, এএসআই হেদায়েত উল্লাহ , এ এস আই হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার সাথে একান্ত আলাপকালে তিনি জানান, আমার থানা এলাকার ২টি ইউনিয়ন ৩নং খাদিমনগর ইউনিয়নে ১৩টি ভোট কেন্দ্র ও ৬নং টুকের বাজার ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে। প্রথম বারের মত ২২টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমরা আশাকরি ১৬ মার্চ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পারব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত থাকব। সম্মানিত ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচনের সময় অতিরিক্ত পুলিশের বিভিন্ন টিম কাজ করবে, কোন সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।