1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ-লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার দুপুরে প্রেমকাড়া খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে আজ সকাল (মঙ্গলবার) সকালে এই লাশ উদ্ধার করে ডুবুরি দল।

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত বলেন, হোরন একজন মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন