হাওরাঞ্চলের কথা :: দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবলু খানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জুন) বাদ এশা নগরীর মদিনা মার্কেট পয়েন্ট সংলগ্ন দও ম্যানশনে এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব আবু উমামা মাহফুজ আহমদ শিবেরবাজারী।
উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী বিধান কপালী , ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ,শ্যামল কপালী, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, বিশিষ্ট মুরব্বি গফুর মিয়া, আমির মিয়া, সালেহ আহমদ, ফজলুল হক, বিপুল চন্দ্র দাস, মনিন্দ্র বাবু, জমির মিয়া, উমর ফারুক বাপ্পি, সালেহ আহমদ, ফজলুল হক, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ জীবন, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম মাহি সহ আরো অনেকে।