হাওরাঞ্চলের কথা :: ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা, সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ডের শেখপাড়া নিবাসী কয়ছর আহমদ মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (৭মার্চ) সন্ধ্যা পৌণে ৬টায় ওসমানী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি দুই পুত্র স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।