তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৪টি কওমী মাদ্রাসার শিক্ষকদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। সোমবকর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বিতরন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আ,লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাক্ষ আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বীর মুক্তিযোদ্বা আবু বক্কর,আব্দুস শাহীদ,পিআইও মোঃ শফিকুল ইসলাম,প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসারসহ কওমী মাদ্রাসার শিক্ষকগন। উপজেলা ২০ টি কওমী মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বাবুল বলেন, প্রধানমন্ত্রী কওমি জননী হিসেবে উপাদি পেয়েছে, এই কওমি শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার সনদসহ বিভিন্নভাবে মুল্যায়ন করেছেন। এই শিক্ষকদের শীত নিবারনের জন্য কম্বল দিয়েছেন।