স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ১০৬তম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর রোববার। বঙ্গবীর ওসমানী’র পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার (বর্তমানে ওসমানীনগর উপজেলা) দয়ামীরে হলেও তাঁর পিতার তৎকালীন কর্মস্থল সুনামগঞ্জ থাকার কারণে তিনি সেখানেই জন্মগ্রহণ করেন।
এদিকে, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ১০৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ওসমানী জাদুঘর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। সিলেট নগরীর নাইওরপুলের নুর মঞ্জিলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গনে আগামি ৩১ আগষ্ট (শনিবার) সকাল ১১টায় ছাত্র/ছাত্রীদের জন্য এই ‘রচনা’ প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।
প্রতিয়োগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের এই লিংকে প্রবেশ করে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ওসমানী জাদুঘর এর ফেসবুক ভিজিট করেও প্রতিযোগিতার বিষয়ে জানতে পারবেন।