হাওরাঞ্চলের কথা :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুারালে এই শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সহ-সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি