হাওরাঞ্চলের কথা :: হাতের কারুকাজের নান্দনিকতা সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে বিভাগীয় এস এমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিন্মেসিয়াম হলে। শনিবার (১৮ ফেব্রæয়ারি) রাত সাতটায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে। প্রিয়াশ্রী কর পিউর গ্রন্থনায় ও বিমল করের নির্দেশনায় বিভিন্ন কবির কবিতায় মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।