স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রো ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়াড়ীসহ খেলার সামগ্রী আট করা হয়েছে। সোমবার ২৩:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম—০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় ভিতর পয়েন্টস্থ জনৈক মো: জাকির এর চায়ের দোকান এর পিছনে অভিযান চালিয়ে ৫ জুয়ারীসহ খেলার সামগ্রী আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন ১। মো. জিসান আহমেদ (২০), পিতা—আব্দুল মালেক, মাতা—রুবিনা বেগম, সাং—কুয়ারপাড়, থানা—কোতোয়ালী মডেল, জেলা— সিলেট, ২ । মো.বাবর আলী (৩২), পিতা— শাহাবুদ্দিন, মাতা—হাজেরা বেগম, সাং— বাসা নং—৯২ কুয়ারপাড়, থানা— কোতোয়ালী মডেল, জেলা— সিলেট, ৩। ইমন আহমেদ (২০), পিতা— মৃত সেলিম আহমেদ, মাতা— শাহানা বেগম, সাং— লালা দিঘীরপাড়, থানা— কোতোয়ালী মডেল, জেলা— সিলেট, ৪। মো: দেলোয়ার হোসেন (৩০), পিতা— মো: নূর হোসেন, মাতা— ফুলবানু আক্তার, সাং— লালা দিঘীরপাড়, থানা—কোতোয়ালী মডেল, জেলা— সিলেট, ৫।কৃতিশ দে (৫৫), পিতা—মৃত কেতব মন দে, মাতা—মৃত গিরি বালা, সাং— শেখঘাট আখড়াবাড়ি টিকরপাড়া, থানা—কোতোয়ালী মডেল, জেলা—সিলেটদের জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে এসএমপি‘র কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং—৪৬৭, তারিখ— ১১/১১/২০২৪খ্রি. ধারা— সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়েছে। উক্ত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।