স্টাফ রিপোর্টার: বিতর্ক অনেক পুরানো। আগেও তাদের পদত্যাগের দাবি উঠেছে। একবার নয়, একাধিকবার।
এবারের ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আবারও দাবি উঠেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আজিজুল মাওলা ও ট্রেজারার বনমালি ভৌমিককে পদত্যাগ করতে হবে।
লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দেয়া আল্টিমেটামের সময় ইতিপূর্বে অতিক্রম হলেও তারা পদত্যাগ করেন নি।
আর তাই শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ্য মাধ্যমে লাইভে এসে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন জানিয়েছেন আজ রাতের মধ্যে তারা পদত্যাগ না করলে রোববার থেকে খোলা ভার্সিটির ক্লাস বর্জন করে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এ ব্যাপারে তারা অনতিবিলম্বে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীসহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
অন্যতায় যেকোনো পরিস্থিতির জন্য ভিসি—ট্রেজারার এবং কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।