বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ— এডাব, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যয় এ বছরও স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ)।
মল্লিকপুর, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে অদ্য ২৯—০৮—২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা কার্যালয়ের বার্ষিক সাধারণ সভা—২০২৪ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন এর নিবার্হী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। সভায় বিগত বছরের আয়—ব্যয় ও বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন এডাব, সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মোঃ বাবুল আক্তার। বিগত বছরের ন্যয় নতুন বছরেও এডাব সদস্যদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নিবার্হী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুল হক সরকার।
বার্ষিক সাধারন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সহ—সভাপতি ও উন্নয়ন সংস্থা পদ্মা এর নিবার্হী পরিচালক, সাজ্জাদুর রহমান। এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যনিবার্হী সদস্য ও চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটির নিবার্হী পরিচালক জোৎস্মা আক্তার।
নিবার্হী সদস্য ও প্রগতিশীল যুব সংঘের নিবার্হী পরিচালক শিল্পী বেগম। উন্নয়ন সংস্থা এসভিডিএস এর নিবার্হী পরিচালক মোঃ ওবায়দুল হক। বিআরডিএস এর নিবার্হী পরিচালক নুসরাত জাহান। আরপিডাব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন।
ইরা এনজিও তে কর্মরত পিএম মোঃ কামরুজ্জামান। রাস এর নিবার্হী পরিচালক দ্রুপদ চৌধুরী নূপুর সহ আরডিএসএ সংস্থার প্রশিক্ষক সানজিদা সরকার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এডাব এর ৫০ বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে মতবিনিময় করা হয়।